খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আনহেল ডি মারিয়া

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আনহেল ডি মারিয়া। বাংলাদেশ সময় আগামীকাল সকালে (১৫ জুলাই) কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার জার্সিতে শেষ বারের মতো মাঠে নামবেন আনহেল ডি মারিয়া।

লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষের দিকে এসে যে কয়টি আন্তর্জাতিক  শিরোপা জিতেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদানটা ডি মারিয়ার। ২০২১ সালে ডি মারিয়ার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল মেসিরা। এরপর ফিনালিসিমাতেও গোল করেছিলেন মারিয়া। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন এই তারকা।
আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের এই ক্যারিয়ারে কতোই না স্মৃতি জমা হয়েছে। বিদায়বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয় কড়া নাড়বে ডি মারিয়ার মনের দরজায়। আন্তুর্জাতিক ফুটবলে কি পেলেন, আর কি পেলেন না তার হিসেবটাও বোধহয় করবেন নিশ্চয়।

হিসেবটা যে তিনি আগেই মেলাতে শুরু করেছেন। ইনস্টাগ্রামে লিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেই তিনি জানিয়েছেন তার চাওয়া-পাওয়ার হিসাব। ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। এর মধ্যে হয়তো তার কাছে তিনটি গোল হয়ে থাকবে স্মরণীয়। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০২২ সালে লা ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের ফাইনালের গোল।

Related Articles

Leave a Reply

Back to top button