ক্রীড়াঙ্গন

আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা অসম্ভব: সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব না তার।

রোববার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান সাকিব।

এ সময় সাকিব বলেন, ‘আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। যদি একটা ব্রেক পাই এবং ঐ আগ্রহটা ফিরে আসে, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। কারণ, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনই থাকতে চাই না।’

সাকিব আরও জানান, ‘আফগানিস্তানের সাথে পুরো সিরিজেই আমি খেলাটা একদমই উপভোগ করতে পারিনি। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে আমার।

এই কথা জালাল ইউনুস ভাইয়ের সাথেও আলাপ-আলোচনা করেছি। জালাল ভাই বলেছেন, দুই দিন উনিও চিন্তা করবেন। আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন।’

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘এখন পর্যন্ত যদি আমার মন মানসিকতা এবং শারীরিক অবস্থা থাকে এমন থাকে, তাহলে সেটা দলের জন্যই ক্ষতি হবে। যেটা আগেও বললাম, আমার নিজের প্রতি নিজের এবং মানুষের যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা আমার টিমমেটদের সঙ্গে চিট করার মতো হবে।’

আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ওয়ানডে আর দুি টেস্টের এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরম্যাটের দুই স্কোয়াডেই নাম আছে সাকিব। আগামী ১৮ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button