জাতীয়

আনিসুল সালমান মামুন পলক মানিককে পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখানো হলো

পৃথক পৃথক মামলায় নতুন করে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আদালতে তোলা হলে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

এরপর তাদের এজলাসে তুলে বাড্ডা, আদাবর ও লালবাগ থানায় দায়ের করা মোট ৬টি হত্যা মামলার আসামি হিসেবে সাবেক বিচারপতি  এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়। এছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বাড্ডা থানায় ২টি হত্যা মামলা, আনিসুল হক ও পলককে বাড্ডা থানায় ৩টি হত্যা মামলা এবং সালমান এফ রহমানকে বাড্ডা ও খিলগাঁও থানায় ৩টি হত্যা মামলার আসামি হিসেবে নতুন করে গ্রেফতার দেখানো হয়। উভয়পক্ষের পৃথক পৃথক শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ড চাওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button