জাতীয়

আনসার আল ইসলাম থেকে জামাতুল আনসারে মায়মুন, ছিল জিয়ার সঙ্গে যোগাযোগ

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুনের নেতৃত্বে পূনরায় সুসংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল নব্য জঙ্গি সংগঠন।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কারওয়ান বাজার র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
মঈন বলেন, সিলেটে অবস্থানকালে আব্দুল্লাহ মায়মুনের সঙ্গে চাকরিচ্যুত মেজর জিয়ার যোগাযোগ ছিল। বাসায় আসা-যাওয়া ছিল। একটা সুসম্পর্ক ছিল।
তিনি জানান, গ্রেফতার আব্দুল্লাহ মায়মুন ২০১৩ সালে আনসার আল ইসলামে যোগ দেন। তিনি সংগঠনের সিলেট বিভাগীয় প্রধান ছিলেন। চাকরিচ্যুত মেজর জিয়ার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তার সিলেটের বাসায় যাতায়াত ছিল। ২০১৯ সালে বগুড়ার একটি সন্ত্রাসবিরোধী মামলায় তিনি গ্রেফতার হন এবং এক বছরের বেশি কারাভোগ করে ২০২০ সালের শেষের দিকে জামিনে মুক্তি পান।

Related Articles

Leave a Reply

Back to top button