জেলার খবর

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে এটিইউ

 

আহম্মেদ মুন্নিঃ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম(এবিটি) এর এক সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতের নাম- মোঃ সজিব হোসাইন (২৬)।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (৫ আগস্ট) দুপুর ৩.২০ টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মঙ্গলপৈতা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সজিব হোসাইন জানায় ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন যাবত অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

Related Articles

Leave a Reply

Back to top button