আদালতে হাজিরা দিলেন ফখরুলসহ পাঁচ নেতা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা, রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
এছাড়াও হাজিরা দেওয়া অন্য আসামিরা হলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করে মির্জা ফখরুল ইসলামের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা। তিনি জানান, সকাল ১০টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা অনুষ্ঠিত হয়।
বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে নাশকতার অভিযোগে মামলা দুটি করা হয়েছিল। ওই মামলাগুলোতে হাজিরা দিতে আদালতে এসেছেন মির্জা ফখরুলসহ পাঁচ নেতা। মামলা দুটির তদন্ত এখনো চলছে।