জাতীয়

আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন: ডিবি

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান।

তিনি বলেন, ফারদিন নূর পরশ অন্তর্মুখী ছিলেন। সবার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারতেন না। তার রেজাল্ট ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল। প্রথম সেমিস্টারে সিজিপিএ ৩.১৫ আসে, তারপর কমতে কমতে ২.৬৭, যেটা বাসার লোকজন বা আত্মীয়স্বজন কেউ জানতেন না। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে স্পেন যাওয়ার জন্য ৬০ হাজার টাকা প্রয়োজন ছিল তার, যেটা জোগার করতে হিমশিম খাচ্ছিলেন। বন্ধুরা তাকে ৪০ হাজার টাকা দেন। পরে এক প্রকার মানসিক চাপে পড়েই আত্মহত্যা করেছেন।

প্রসঙ্গত, গেল ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়। পরবর্তীতে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়। গ্রেফতারের তালিকায় আছে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ময়না, শাওন, রায়হানসহ ফারদিনের বান্ধবী বুশরাও।
এছাড়া, অনেক গণমাধ্যমে এরকমও তুলে ধরা হয়েছিল যে, ফারদিনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আর এর পেছনে মূল কারণ তাকে সোর্স হিসেবে সন্দেহ করা।

Related Articles

Leave a Reply

Back to top button