আড়াই মাসেই কোরআনের হাফেজ ৭ বছরের আদনান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র আড়াই মাসেই কোরআনের হাফেজ হয়েছেন সাড়ে সাত বছরের মো. আদনান। সে উপজেলার সদর ইউপির মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। আদনান উপজেলার বিকেল বাজার (মলিহাটা) আবরারিয়া মডেল মাদরাসায় হিফজ (হাফিজি) বিভাগে পড়ে।
সরজমিন দেখা যায়, উপজেলার সদর ইউপির মোগলটুলা গ্রামে দুচালা একটি টিনের ঘর। মোহাম্মদ ওবায়দুল্লাহর ২ ছেলে ও ২ মেয়ে। মো. আদনান তার বড় ছেলে। আদনানের মা গৃহিণী। ওবায়দুল্লাহ সরাইল বাজারে খেজুর ও গুড় বিক্রি করেন। আদনান মাদরাসা থেকেই পড়ালেখা করে।
আদনানের মা হাবিবা বেগম জানান, মা হিসেবে আমি অনেক আনন্দিত ও অনেক গর্ববোধ করছি। সে অনেক বড় হোক দুনিয়াতে ও আখিরাতে সফল কাম হউক। সে আড়াই মাসে হাফেজ হয়।
দাদি লতিফা বেগম জানান, আমাদের অনেক গর্ব, নাতি অল্প বয়সে হাফেজ হয়েছে। এটা অনেক গৌরবের। আদনান বাড়িতে আসলে একটু দুষ্টামি করে, তাই তার বাবা তাকে মাদরাসায় রাখে। তার দাদা আলেম ছিলেন। এত অল্প বয়সে হাফেজ হয়ে সে আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে। আমাদের কল্পনাতেও ছিল না যে এতো অল্প সময়ে হাফেজ হতে পারবে। তার জন্য আমরা দোয়া করি, সে যেন ভবিষ্যতে ভালো কিছু হতে পারে।
বড় ভাই ইকরাম বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভালো লাগছে সে এতো তাড়াতাড়ি হাফেজ হতে পেরেছে।
চাচি রোজানি আক্তার জানান, সবার দোয়ায় আদনান এতো অল্প সময়ে হাফেজ হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। দেশের সব আলেম-ওলামারা তাকে যেন দেখে রাখেন, এটাই সবার কাছে কাম্য।
মো. আদনান বলেন, আমরা দুই ভাই ও দুই বোন। আমার হুজুর আমাকে উৎসাহ দিয়েছেন। আমার অনেক ভালো লাগছে। আমি বড় হয়ে আলেম হতে চাই।
শিক্ষক হাফেজ মো. হাসমত উল্লাহ জানান, আমাদের ছাত্র আদনান ছোট থেকে অনেক পরিশ্রম করেছে। এই পরিশ্রমের জন্য সে মাদরাসায় ভালো ফলাফল করেছে। ভবিষ্যতে তার ফলাফল আরো ভালো হবে, সেই দোয়া করি। তার জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের চেষ্টা, তার মেহনত ও আল্লাহর রহমতে সে এই অল্প বয়সে হাফেজ হয়েছে।
আবরারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম জানান, আদনান ২০২৩ এ মাদরাসায় ভর্তি হয়। এরপর সে ১৪ থেকে ১৫ মাস কায়দা আমপারা ও কোরআন শরীফ নাজেরা দুইবার পড়ে। পড়ার পর তাকে মুখস্ত করতে দেওয়া হয়। মুখস্ত করার প্রথম দিনে সে ১ পারা শবক দিয়েছে। এক পারা শবক দেখে খুবই আশ্চর্য হয়ে যান। তখন মনে হল সে বাংলাদেশের জন্য বিশাল কিছু। এরপর থেকে তাকে আস্তে আস্তে উৎসাহ ও প্রেরণা দিতে থাকি কিভাবে কি করা যায়। এরপর সে প্রতিদিনই ১ পারা করে সবক দিতে থাকে।
তিনি আরো জানান, এর মধ্যে তার মা-বাবা একদিন তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গেলে সে অসুস্থ হয়ে যায়। পরে সে আবার মাদরাসায় আসলে তাকে এক পারা করে প্রতিদিন সবক করতে বলা হয়। এভাবে সে অল্প দিনে হাফেজ হয়ে যায়। সে প্রতিদিনই রাত ১১টা থেকে ১২ টা পর্যন্ত পড়াশোনা করে। সব থেকে বড় কথা সে পড়ার প্রতি খুবই মনোযোগী। সে পড়ায় বসলে পড়ার টেবিল ছাড়া ডানে-বামে তাকিয়ে দেখে না। সে যতক্ষণ পড়ে তার দুচোখ কোরআন শরীফের দিকে থাকে। সে এতোটাই মনোযোগী পড়ার প্রতি।
তিনি আরো জানান, মাদরাসার হাফেজ অনেক মেহনত করে আদনানকে পড়িয়েছে। সারা বাংলাদেশ এটি একটি বিরল ঘটনা ৭৫ দিনে হাফেজ হওয়া। সে আমাদের মাদরাসা থেকে হাফেজ হয়েছে, এটা আমাদের মাদরাসার জন্য খুবই গর্বের। ভবিষ্যতে তার বাবার সঙ্গে পরামর্শ করে ভালো একটা মাদরাসায় আমি তাকে ভর্তি করে দেব। তাকে ভালো হাফেজ করার জন্য যা কিছু করা দরকার, আমি তাই করবো।
তিনি আরো বলেন, আমার যেখানে যেতে হয় সেখানেই যাব। সে আমাদের সরাইলের না, সারা বাংলাদেশের গর্ব। সে ভবিষ্যৎতে ভালো কিছু করতে পারবে, এটাই আমার বিশ্বাস এবং আশা।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, মাদরাসার প্রিন্সিপালের মাধ্যমে আদনানের কথা শুনেছি। তাকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। উপজেলা প্রশাসন তার পাশে যেকোনো সাহায্যে থাকবে।