জাতীয়

আজ শুভ মহালয়া

আজ শুভ মহালয়া।

চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চণ্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলো এই  মহালয়া।

হিন্দু শাস্ত্র মতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়।

শুরুর প্রাক্কালে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হবে।

জানা গেছে, পূজা উপলক্ষ্যে ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক ঘণ্টার এ আয়োজন ভোর ৬টায় শুরু হয়ে সকাল ৭টায় শেষ হবে।

ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মা দুর্গার আগমনী মহালয়া অনুষ্ঠান হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তর্পণ।

জানা গেছে, দেশের প্রায় সব মণ্ডপে একই ধরনের আয়োজন থাকবে। ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে এ উৎসব শেষ হবে।

এবার মা দুর্গার আগমন গজে ও দোলায় গমন। এর ফলাফল শস্যপূর্ণ বসুন্ধরা।

 

Related Articles

Leave a Reply

Back to top button