আন্তর্জাতিক

আজ শুক্রবার সৌদি আরবে ঈদ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী। সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ‘তামিরে’ শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।
আগামীকাল (শুক্রবার) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

Related Articles

Leave a Reply

Back to top button