
শারদীয় দুর্গাপূজার আজ চলছে মহাষ্টমী। ঢাকঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে ভক্তদের আনাগোনায়। ভক্তদের প্রার্থনা দেবীর আশীর্বাদে আবারও শান্তি ফিরে আসবে পৃথিবীতে।
রোববার (২২ অক্টোবর) সকাল থেকে সব পূজামণ্ডপে শুরু হয়েছে মহাষ্টমী। তবে দুর্গাপূজার একটি আকর্ষনীয় অধ্যায় হচ্ছে কুমারী পূজা। যেখানে একজন কুমারী শিশু নারী দেবী রূপে পুজা করা হয়। ঢাকার রামকৃষ্ণ মিশনে হয়ে থাকে এই কুমারী পূজা।


মহাষ্টমীতে রোববার সকাল ৯টা থেকে শুরু হবে কুমারী পূজা। পূজার চারদিনের মধ্যে মহাষ্টমীর অঞ্জলি ও কুমারী পূজা সর্বাধিক তাৎপর্যপূর্ণ। মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ১০ মিনিটে এবং সকাল ৯টায় শুরু হবে কুমারী পূজা। এদিন কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করবেন পুণ্যার্থীরা।
১৬টি উপকরণ দিয়ে মহাষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।