রাজনীতি

আজ বিএনপির বিক্ষোভ

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ এর প্রতিবাদে আজ  শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিক্ষোভ করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে দিবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিলে, দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনা চিকিৎসায় খালেদা জিয়ার স্বাস্থ্যের শোচনীয় পর্যায়ে নেয়ার চক্রান্ত চলছে। এজন্য আদালতকে ব্যবহার করা হচ্ছে।’

জামিন না দেয়ার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, ‘ঢাকায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় হবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button