বিনোদুনিয়া

আজ পরীমনির আনুষ্ঠানিক বিয়ে

আলোচিত অভিনেত্রী পরীমনি আবারো বসছেন বিয়ের পিড়িতে।

তবে এবার আর গোপনে নয়। প্রকাশ্যে পরিবারের উপস্থিতিতে আনু্ষ্ঠানিকভাবে বিয়ে করছেন তিনি। শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যার আয়োজন করে তাদের পরিবার। হলুদ সন্ধ্যার কিছু ছবি পরী তার ফেসবুকে পোস্ট করেছেন।

হলুদসন্ধ্যার পাঁচটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন পরীমনি।  যেখানে রাজ-পরীমনিকে হলুদ রঙের বসনে দেখা গেছে।

ক্যাপশনে ভালোবাসার চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ দিয়েছেন রাজপরী।

চলতি মাসের ১০ জানুয়ারি  মা হওয়ার বিষয়টি প্রকাশ হওয়ার পর পরীর বিয়ের বিষয়টি সামনে আসে। পরীমনি নিজেই সে প্রশ্নের উত্তর দেন।  

জানান, পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে প্রেমে পড়েন।  তারপর ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button