আন্তর্জাতিক

আজ পবিত্র হজ

আজ সোমবার ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ । এদিন আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পবিত্র হজ পালন করবেন হাজিরা।

স্বাস্থ্যবিধি মেনে গতকাল মিনা প্রান্তরে অবস্থান করেছেন প্রায় ৬০ হাজার মুসল্লি।

এদিন সূর্যাস্ত পর্যন্ত সেলাইবিহীন শুভ্র কাপড়ে এখানে ইবাদত-বন্দেগি করবেন তারা। এ সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে ঐতিহাসিক আরাফাত প্রান্তর। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাকেই হজের দিন বলা হয়।

আরাফাতের দিনটিকে হজের চূড়ান্ত একটি দিন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ দিনটি সারাবিশ্বের মুসলিমদের জন্য একটি বরকতময় দিন। আরাফাতের দিনে ময়দানে অবস্থানরত হাজিদের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব থেকে মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রার্থনা করে থাকেন।

আরাফাতের ময়দানে দিন কাটানোর পর রাতে মুজদালিফায় যাবেন হাজিরা। সেখানে তারা রাত কাটাবেন। পরের দিন মঙ্গলবার আবার মিনায় ফিরে জামারাতে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথার চুল ছাটাই করবেন। পরে আবার মক্কায় গিয়ে কাবা শরিফ তওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড় সাই (দৌড়ানো) করবেন হাজিরা।

Related Articles

Leave a Reply

Back to top button