রাজকূট
আজ নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পুলিশি হামলায় আহত হওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার সমাবেশ ডেকেছে দলটি।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।
সোমবার (৩১ জুলাই) রাতে গণমাধ্যমে এ প্রতিবাদ সমাবেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, কেরানীগঞ্জ থানা বিএনপি এই ‘প্রতিবাদ সমাবেশে’র আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শনিবার সকালে সরকারের পদত্যাগের একদফা দাবি রাজধানীর ধোলাইখাল এলাকায় অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের হামলায় আহত হন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। দলটির নেতাদের অভিযোগ তাকে রাস্তায় ফেলে সাপের মতো পেটানো হয়েছে।


