ক্রীড়াঙ্গন

আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে মরক্কো।  তিন বছর আগেও যে মরক্কো আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোয় হেরেছিল বেনিনের মতো দুর্বল দলের কাছে, বিশ্বকাপের তিন মাস আগে যারা পায় নতুন কোচ, তারাই কাতারে এসে হারিয়ে দিয়েছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে, যাদের সবার অবস্থান ফিফা র‍্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে।

আজ (বুধবার) কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো। আল বায়েত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

১৯৫৬ সালে স্বাধীনতা লাভের পর প্রথমবার বিশ্বকাপে খেলে ১৯৭০ আসরে। সেবার গ্রুপ পর্বেই থেমে যায় তাদের পথচলা। ১৬ বছর পর ১৯৮৬ আসরে তারা উঠে যায় শেষ ষোলোয়। এবারের আগ পর্যন্ত সেটিই ছিল বিশ্ব মঞ্চে তাদের সেরা সাফল্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত আরও তিন আসরে তাদের পথচলা থেমে গিয়েছিল গ্রুপ পর্বে।

তবে সবকিছুকে ছাপিয়ে, এবার দূর্দান্ত লড়াই দেখালো মরক্কো। এবারের আসরে এখনও পর্যন্ত ৫ ম্যাচেই ধরা দিয়েছে ৩টি জয়! তাদের আসরের শুরুটা হয় গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে। এরপর তারা বড় চমক দেখায় বেলজিয়ামকে হারিয়ে, গত আসরে তৃতীয় হওয়া ও র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি বিদায় নেয় গ্রুপ পর্বে থেকেই। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই মরক্কো পা রাখে নকআউটের মঞ্চে।  আসরে মরক্কো গোল হজম করেছে স্রেফ একটি। সেটিও কানাডার বিপক্ষে আত্মঘাতী। তাই বুঝা যাচ্ছে, এবার বেশ শক্তিশালী হয়েই দেখা দিয়েছে মরক্কো।

ফাইনাল তাদের ভাগ্যে আছে কিনা। সেটি জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা।

Related Articles

Leave a Reply

Back to top button