জাতীয়

আজ থেকে দুই মাস পর্যন্ত নিষিদ্ধ হলো ইলিশ ধরা

ইলিশ রক্ষায় আজ সোমবার (১ মার্চ) থেকেও ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি জেলায় পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এ ঘোষণা কার্যকর হয়েছে। এদিকে নিষেধাজ্ঞার এই দুই মাস জেলেদের ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেরখার হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণে আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button