ক্রীড়াঙ্গন

আজ জিতলে এশিয়া কাপে চূড়ান্ত পর্বে যাবে বাংলাদেশ !

এএফসি অ-১৭ বাছাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আজ (৯ অক্টোবর) শেষ ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে। এই ম্যাচে বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাবে। ড্র করলে ইয়েমেন ও বাংলাদেশ উভয়ের পয়েন্ট ৭ হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইয়েমেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে।
ড্র করলেও বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা থাকবে। তখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে। ১০ গ্রুপের সেরা পাঁচ রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। ৭ পয়েন্ট পেলে পরের পর্বে খেলার সমূহ সম্ভাবনা থাকবে। হারলে ৬ পয়েন্ট নিয়েও মৃদু সম্ভাবনা থাকবে।
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২-তে আর ইয়েমেন আছে ১৫৫তম অবস্থানে।

Related Articles

Leave a Reply

Back to top button