আন্তর্জাতিকজাতীয়

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

“সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ । এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০। প্রতি বছর ২৮ সেপ্টেম্বর পালন করা হয় দিবসটি।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঢাকায় আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং তথ্য সচিব কামরুন নাহার। সভায় সভাপতিত্ব করবেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য এই ভার্চুয়াল আলোচনা সভায় জুম মিটিংয়ের মাধ্যমে সংশ্লিষ্টরা সংযুক্ত হতে পারবেন বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার।

 

Related Articles

Leave a Reply

Back to top button