বিনোদুনিয়া

আজীবন সন্মাননায় ভূষিত হলেন রোজিনা

বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের তারকা অভিনেত্রী রোজিনা। অভিনয় করেছেন অসংখ্যা সিনেমাতে। পুরস্কারও পেয়েছেন বেশ কিছু। এরমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার।
১৯৮০ সালে ‘কসাই’ ছবির জন্য  শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এবং ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। তবে এবারেরটা একেবারের আলাদা। এ বছর আজীবন সন্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি আগেও দুবার পুরস্কার পেয়েছি কিন্তু এবারেরটা আলাদা। আমার সারাজীবনের কাজের জন্য রাষ্ট্র আমাকে পুরস্কৃত করেছে। আমি ভীষন আনন্দিত। পুরস্কারের ঘোষনা হওয়ার পর থেকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
আশির দশকে জনপ্রিয়তা পেলেও রোজিনা চলচ্চিত্রে পা রাখেন ১৯৭৬ সালে। ‘জানোয়ার’ ছবিতে একটি পাশ্বচরিত্রে অভিনয় দিয়ে নাম লেখান বড় পর্দায়। তবে তার আগে বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন।
আশির দশকে ইলিয়াস কাঞ্জন, জাফর ইকবাল, জসিমসহ অনেকের বিপরীতে অভিনয় করে জনপ্রিয় হন তারকা। সম্প্রতি পরিচালনাও শুরু করেছেন তিনি। গত মার্চে মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম ছবি ‘ফিরে দেখা’।

Related Articles

Leave a Reply

Back to top button