আজমত উল্লার ব্যাখ্যায় সন্তুষ্ট ইসি

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আজমত উল্লা নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
আজ রোববার (৭ মে) ইসির সভাকক্ষে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজের জবাব দেন আজমত উল্লা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।
তবে নৌকার এই প্রার্থীর দাবি, তিনি নির্বাচনের কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। তবুও কমিশন কোনো ব্যবস্থা নিতে চাইলে তা মেনে নেবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি বলেন, নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে আজমত উল্লা খান অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের কাছে ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যায় কমিশন সন্তুষ্ট। তিনি দুঃখ প্রকাশ করায় এ নিয়ে কোনো তদন্ত হবে না।
এ ছাড়া আজমত উল্লা খান ভবিষ্যতে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হবে না বলে কমিশনের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।
মনোনয়নপত্র জমার সময় শোডাউন করাসহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আজমত উল্লাহ খানকে কমিশনে তলব করা হয় এবং কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে সশরীরে রোববার উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আগামী ২৫ মে গাজীপুর সিটিতে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে।