ক্রীড়াঙ্গন
আজও বৃষ্টিতে বিলম্বিত ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

গতকাল বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হওয়ায় এবং দিবাগত রাতে বৃষ্টি অব্যাহত থাকায় মিরপুর শেরে-ই বাংলা আউটফিল্ড এখনো কিছুটা ভেজা। তৃতীয় দিনে তাই খেলা মাঠে গড়ানোর আশা করা যেতেই পারে।
আপাতত বৃষ্টি না থাকায় মিরপুর থেকে সরানো হয়েছে কাভার। আজ শুক্রবার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। কেননা তৃতীয় দিনের ভোরেও কিছুটা গুঁড়াগুঁড়ি বৃষ্টি ঝরেছে মিরপুরে। এই মূহুর্তে বৃষ্টি না থাকাটাই স্বস্তির খবর। আজ ৯৮ ওভার বল মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সম্ভব হচ্ছে না সেটা।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ দেয়া তথ্যমতে দুপুরের পর ঢাকায়ও বৃষ্টি কমে যাবে।
সুতরাং দুপুরের পরে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।