ক্রীড়াঙ্গন

আঙুলের ইনজুরিতে কোলকাতা টেস্ট থেকে ছিটকে গেলেন সাঈফ

আঙুলের চোটের কারণে কোলকাতা টেস্টের দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান।
বুধবার এক বিবৃতিতে সাইফের ছিটকে যাওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার বদলে দলে নতুন কাউকে নেয়া হয়নি।
ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন সাইফ। স্লিপে চেতেশ্বর পূজারার ক্যাচ ধরার সময় ডান হাতের কনিষ্ঠায় গুরুতর চোট পান।
চোট পাওয়ার পর পাঁচদিন কেটে গেলেও সাইফের আঙুলের অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক। পুরোপুরি সেরে উঠতে তাকে পূর্ণ বিশ্রামে থাকার উপদেশও দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী এই ব্যাটসম্যানকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
ইন্দোর টেস্টে খেলা দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস কেউই ব্যাট হাতে ভালো করতে পারেননি। তাই গোলাপি বলের কোলকাতা টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিলো সাঈফের।

Related Articles

Leave a Reply

Back to top button