শিক্ষা-স্বাস্থ্য

আগামী বছরে সব বিষয়ে অনুষ্ঠিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

আগামী বছর ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুর্নবিন্যাস করা পাঠ্যসূচির উপর ভিত্তি করে আগামী বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের এসএসসি ও এ্ইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button