জাতীয়

আগামী জাতীয় নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশের সক্ষমতা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ অনুভব করছেন না বলে মনে করেন আইজিপি।
তিনি বলেন, এক সময় এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।

আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশ সক্ষম। পুলিশের প্রতি জনগণের সে আস্থা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

আইজিপি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button