খেলা

আগামীকাল টাইগারদের আবারো করোনা পরীক্ষা

জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট হবে । টেস্ট সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের যারা ঢাকায় অবস্থান করছেন, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।

প্রথমবার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি। ১১ সেপ্টেম্বর আবার পরীক্ষা দিয়ে নেগেটিভ হন লি। তরুণ ক্রিকেটার সাইফ গত দশদিন ধরেই পজিটিভ আছেন।

এদিকে, শনিবার, করোনা টেস্ট করা হবে অন্য জেলা বা বিভাগ থেকে ঢাকায় ফেরা ক্রিকেটারদের। এতদিন সিলেটে অনুশীলন করে চলা আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদের পরীক্ষাও হবে ঢাকাতেই। করোনা নেগেটিভি হলে রবিবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কোচদের অধীনে অনুশীলন শুরু করবেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button