জাতীয়

আগামীকাল আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ

নির্বাচন কমিশন (ইসি), আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে আগামীকাল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের আগামীকাল শেষ দিন।

কাল বিকেল ৩টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সংলাপে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ প্রতিনিধি দল।

এর আগে, সকাল ১১ থেকে বেলা ১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে বসবে জাতীয় পার্টি। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নতৃত্বে প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

এছাড়া সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ।

উল্লেখ্য, ১৭ জুলাই থেকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় বছর আগে আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বসেছিল তৎকালীন কে এম নূরুল হুদা কমিশন। এবার একই পথ ধরে সংলাপ শুরু করে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button