খেলা

আকরাম খানের দায়িত্ব ছাড়ার বিষয়ে যা বললেন পাপন

দেশের ক্রিকেটের সফল অধিনায়ক ও গত ৮ বছর ধরে জাতীয় দল পরিচালনা ও পরিচর্যা এবং তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত আকরাম খান হঠাৎ ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধানের পদ ছাড়তে চাচ্ছেন- এমন খবরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্রিকেট পাড়ায়।

প্রথমে এ খবর জানিয়ে তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

এরপর আকরাম খান সংবাদ সম্মেলনে জানান, আট বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। এখন দায়িত্ব ছাড়ার বিষয়টি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে তবেই ছাড়বেন পদ।

তার একদিন পর আজ বুধবার মিটিংয়ে বসেন আকরাম খান ও নাজমুল হাসান পাপন।

মিটিং শেষে নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানান, “ও বলে নাই, ও করবে না। বলেছে আপনার সিদ্ধান্ত। ও বলেছে আট বছর আছে, এটাতে প্রচুর কাজ। সে বলেছে এটাতে যেহেতু এত কাজ, অন্য কোনটায় দিলে তার আপত্তি নাই। আবার এটাও বলেছে, আপনি যেটা বলেন সেটাই ফাইনাল।”

তিনি আরো জানান, আগামী শুক্রবারের (২৪ ডিসেম্বর) বোর্ড সভায় সিদ্ধান্ত হবে কাকে কোন দায়িত্ব দেয়া হবে। তাই আপাতত বলা যাচ্ছে না আকরাম খান তার পুরনো পদে থাকবেন কী না।

বলেন, “২৪ তারিখে আমরা কমিটির জন্য বসব। সেদিন কমিটি করব। প্রথম কথা হলো, এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব, এটা হলো বড় কথা।

Related Articles

Leave a Reply

Back to top button