রাজনীতি

আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী গান ‘আমরা আছি মাঠে’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে তৈরি করা হয়েছে নির্বাচনী গান। ‘আমরা আছি মাঠে’ শিরোনামের পুঁথি ঘরানার গানটিতে শেখ হাসিনা সরকারের ঈর্ষণীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হয়েছে।

গানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশ্বিক পর্যায়ে নেতৃত্বের বিষয়টি উঠে এসেছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণে সরকারের ভিশনের কথাও তুলে ধরা হয়েছে।

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলের মতো বড় প্রকল্পের বিরোধিতাকারীদের টিপ্পনী কাটার পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ জয়ের গৌরবকেও তুলে ধরা হয়েছে এই গানে।
গানটি তৈরি হয়েছে আশরাফুল আলম খোকনের পরিকল্পনায়। এটি লিখেছেন জুলফিকার রাসেল, সংগীত করেছেন ইমন চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button