রাজনীতি

আওয়ামীলীগে কোন বিতর্কিত ব্যক্তির জায়গা হবে নাঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগে কোনো বিতর্কিত ব্যক্তির জায়গা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৪ মার্চ বুধবার ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সদস্য বই এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিতরনের সময় এ কথা জানান তিনি। এমময় মুজিববর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন, মোদি ভারতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন। ভারত বাংলাদেশের দুঃসময়ের বন্ধু ও উন্নয়ন সহযোগী।

গেলো ডিসেম্বরে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। এতে নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হন।

জাতীয় সম্মেলনের তিন মাস পর দলটি নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সদস্য বই এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিতরন করেন ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, সন্ত্রাস,চাঁদাবাজ, ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের সদস্য হতে পারবেন না।

বিতর্কিত ব্যক্তিদের সদস্য নবায়ন প্রসঙ্গে কাদের বলেন, বিতর্কিত ব্যক্তিদের বাদ রেখেই আওয়ামী লীগের সদস্য নবায়ন করা হবে। তারা যেনো কোনোভাবেই সদস্যপদ নবায়ন করতে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে মুজিববর্ষ ভারত ছাড়া পূর্ণতা পাবে না বলে মনে করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। যারা নরেন্দ্র মোদির বিরোধিতা করছেন তারা মূলত মুজিব বর্ষের বিরোধীতা করছেন বলে দাবি তার।

দেশের বর্তমান আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা ও বিশ্ব পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে ২১ তম জাতীয় সম্মেলনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে সরকারের অর্জিত সাফল্যের বিবরণীর পাশাপাশি ভবিষ্যৎ স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button