Leadক্রীড়াঙ্গন

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের স্যার গ্যারি সোবার্স বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জয়ী ভারতীয় পেসার।

এর আগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই খবর আগেই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন ভারতের ডানহাতি পেসার। এ ছাড়া ভারতের প্রথম পেসার হিসেবে জিতেছেন এই পুরস্কার।

এর আগে ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিশচন্দন অশ্বিন ও ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন।

বুমরাহ গত বছর ভারতের জার্সিতে টেস্ট ও টি-২০ ফরম্যাটে দুর্দান্ত খেলেছেন। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হন তিনি।

এছাড়া টেস্টে এক বছরে ৭১ উইকেট নিয়েছেন তিনি। উইকেটের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা গাস আটকিনসন তার চেয়ে ১৯ উইকেট কম পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে বুহরাহ ছাড়াও জশস্বী জয়সোয়াল ও রবীন্দ্র জাদেজা জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের কোন ক্রিকেটার নেই। তবে টি-২০ দলে আছেন রোহিত শর্মা, হার্ডিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।

Related Articles

Leave a Reply

Back to top button