ক্রীড়াঙ্গন

আইসিসির অক্টোবর মাসের সেরা কোহলি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবরের মাসের সেরা ক্রিকেটার হলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

আজ আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গত মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে কোহলির নাম ঘোষণা করা হয়েছে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও যার দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই বিরাট কোহলি এবার আসর মাতাচ্ছেন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ব্যাটার।

৩৩ বছর বয়সী কোহলি অক্টোবরে মাত্র চার ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে তিনটিতেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপেই তার অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেখানে থেকে ৫৩ বলে ৮২* রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন কোহলি। এমনকি ম্যাচ শেষে কোহলি নিজেই ওই ইনিংসটিকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেন।

পাকিস্তানের বিপক্ষে ওই ইনিংস ছাড়াও অক্টোবরের শুরুতে গোয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছেন কোহলি। এ বিশ্বকাপেই পাকিস্তান ম্যাচের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button