ক্রীড়াঙ্গন

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় তিন পেসার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সোমবার (১১ ডিসেম্বর) নিলামের জন্য মোট ৩৩৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
এর আগে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির জন্য দেশি-বিদেশি মিলে মোট ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। বাংলাদেশ থেকে এ তালিকায় ছিলেন মোট ৬ ক্রিকেটার। তবে তাসকিন, শরিফুল ও মুস্তাফিজ চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারলেও বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।
চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া তিন বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজের। ডানহাতি পেসার তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। তিন জনের মধ্যে কেবল মুস্তাফিজের এখন পর্যন্ত আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
সবশেষ আইপিএলে বাংলাদেশ থেকে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও সাকিব আল হাসান। মুস্তাফিজ ছিলেন দিল্লিতে আর সাকিব ও লিটনকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষদিকে সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button