খেলা

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

আগামী ২২ মার্চ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

আজ (মঙ্গলবার) সকালে, চেন্নাই শিবিরে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাঁহাতি এই পেসার।

মোস্তাফিজ নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভারতের পথে রওয়ানা দেয়ার খবরটি জানিয়েছেন।

বিমানবন্দরে নিজের একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেন, আমার নতুন অ্যাসাইনমেন্টের জন্য রোমাঞ্চিত ও মুখিয়ে আছি। আইপিএল ২০২৪ এর যোগ দিতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া চাচ্ছি, যেন সেরাটা দিতে পারি।

এর আগে, আইপিএলের নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। যেখানে বাঁহাতি এই পেসারের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ৭.৯৩ ইকোনমিতে ৪৭ উইকেটের নিয়েছেন বাঁহাতি এই পেসার।

Related Articles

Leave a Reply

Back to top button