ক্রীড়াঙ্গন

আইপিএলে কোহলি-গম্ভীরের হাতাহাতি ( ভিডিও ভাইরাল)

আইপিএলে সোমবার (১ মে ) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের পর বিরট কোহলি ও বিশ্বকাপজয়ী সাবেক তারকা গৌতম গম্ভীর’হাতাহাতিতে জড়িয়েছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে  সামাজিক যোগযোগ মাধ্যমে ।
গৌতম গম্ভীর জাতীয় দলের খেলা ছেড়েছেন অনেক দিন হয়েছে। আইপিএল থেকে অবসরে গিয়েছেন বছর খানেক হলো। তবে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
এবারের আইপিএলে ব্যাঙ্গালুরুর বিপক্ষে তাদের মাঠে প্রথম দেখায় নাটকীয়ভাবে শেষ বলে রান তাড়া করে জয় পেয়েছিল লখনউ। আজ লখনউ’র ঘরের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হয় দুই দল। লো স্কোরিং ম্যাচে ১২৬ রান করে ১৮ রানের জয় তুলে নেয় কোহলির ব্যাঙ্গালুরু।
এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে ফেলেন গৌতম গম্ভীর। মূলত ম্যাচে শেষে আফগানিস্তানের ক্রিকেটারের নাবিউল হকের সঙ্গে হাত মেলানো নিয়ে কোহলির সঙ্গে কথা কাটাকাটি হয়। তারই সূত্র ধরে তর্কে জড়ান আরিসিবি তারকা বিরাট কোহলির সঙ্গে এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন দুই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই ক্রিকেটারের উত্তপ্ত বাক্য বিনময়ের ভিডিও ভাইরাল। যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। তবে এই দুই ক্রিকেটারের মাঠের মধ্যে মেজাজ হারান নতুন কিছু নয়। এর আগেও তাদের এবারের আসরের প্রথম ম্যাচে একে অপরকে তেডে এসে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। আজ ফের এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
এই দুই ভারতীয়র এমন আচারণের পর বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় তাই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Back to top button