ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশানে তরুণ ভোটারদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় সিইসি আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।
রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনী পরিবেশ ও ইসির স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পরদিন এ ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার।
সোমবার সকালে গুলশানে তরুণ ভোটারদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।
এসময় তরুণ ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, তরুণদের ওপর ভর করেই বাংলাদেশ এগিয়ে যাবে।
আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ঐতিহাসিক হবে বলেও জানান সিইসি।
অনুষ্ঠানে তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া হয়।



