জাতীয়

আইওএসকোর ভাইস চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান পদে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

চীনকে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে পরাজিত করে আইওএসকোর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন শিবলী রুবাইয়াত। ২০২২-২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৭ মে ২০২০ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর পর থেকেই অত্যন্ত সুনামের সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

 

Related Articles

Leave a Reply

Back to top button