আন্তর্জাতিক

আঁটসাট পোশাক পরা ও পুরুষ সদস্য ছাড়া বের হওয়ায় নারীকে হত্যা করল তালেবান

গায়ের সঙ্গে সেঁটে থাকা পোশাক পরার ‘অপরাধে’ আফগানিস্তানে এক নারীকে হত্যা করেছে তালেবানরা। এছাড়াও তাদের নীতি অনুযায়ী পরিবারের কোনো পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে চলতে হয়। কিন্তু ওই নারী একাই রাস্তায় বেরিয়েছিলেন । যা তালেবানের কাছে ‘গুরু অপরাধ’। তাই দিনের বেলা, প্রকাশ্য রাস্তায় ওই নারীকে গুলি করে হত্যা করা হয়।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে এই ঘটনা ঘটেছে। নিহত ওই নারীর নাম নাজনীন।

রেডিও আজাদির একটি রিপোর্টে বলা হয়েছে, মাজার-ই-শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই নারী। গাড়িতে উঠতে যাবেন, তখনই তাকে গুলি করে মেরে ফেলা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বোরখা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তাই তার পোশাক গায়ে সেঁটে ছিল, নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি, তা দেখে বোঝার উপায় ছিল না। কোনও পুরুষ সদস্য ছাড়া একা বেরিয়েছিলেন বলেই তাকে খুন করেছে তালেবান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখল নেওয়ার পর থেকেই মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করছে তালেবান। নারীদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছেন তালেবানরা। পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে নারীরা পা রাখতে পারবেন না বলে ফরমানও জারি করা হয়েছে। তবে তালেবানরা নাজনীনকে খুনের কথা অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button