ক্রীড়াঙ্গন

অ্যাস্টন ভিলা কোচ জেরার্ড বরখাস্ত

গত বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারে অ্যাস্টন ভিলা। এ হারের কয়েক ঘণ্টা পরই কোচ স্টিভেন জেরার্ডকে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছে ক্লাবটি। তবে জেরার্ডের জায়গায় নতুন কোচ হিসেবে কাকে আনা হবে, তা এখনও জানায়নি ভিলা।

জেরার্ডকে বরখাস্ত করে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্টিভেনকে তার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

লিভারপুলের সাবেক এ মিডফিল্ডার তারকা ১১ মাস আগে অ্যাস্টন ভিলার দায়িত্ব নেন। গত মৌসুমে জেরার্ডের হাত ধরে ১৪তম হয়েছিল ভিলা। ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি এই খেলোয়াড়কে নিয়ে এবার আরও ভালো করতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু হিতে বিপরীতটাই ঘটেছে।

তার অধীনে ক্লাবটি তেমন একটা সুবিধা করতে পারেনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ১১ ম্যাচ খেলেছে ভিলা।তার মধ্যে জিতেছে কেবল মাত্র দুইটিতে, এছাড়া ড্র করেছে ২ টিতে এবং বাকি ৬টি ম্যাচেই হার।

খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৮ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন জেরার্ড।

Related Articles

Leave a Reply

Back to top button