আন্তর্জাতিক

অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল থেকে বাঁচতে আজান!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিশাল এলাকা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে, প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ২৪-এ পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—লস অ্যাঞ্জেলেসে দাবানল থামানোর আশায় উচ্চস্বরে আজান দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়ি-টুপি ও পাগড়ি পরিহিত কিছু ব্যক্তি আগুনের লেলিহান শিখার পটভূমিতে আজান দিচ্ছেন।
ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। তবে ফ্যাক্টচেকে জানা গেছে, দাবানলের এলাকা তো বটেই, পুরো যুক্তরাষ্ট্রেই এই ভিডিও ধারণ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button