খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ সন্ধ্যায়

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

এই সফরে অজি শিবিরে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ কিংবা গ্ল্যান মেক্সওয়েলদের মতো ম্যাচ জেতানো অভিজ্ঞ তারকারা নেই। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকেও পাচ্ছে না জাস্টিন ল্যাঙ্গারের দল। তবে অস্ট্রেলিয়ার এই সিরিজের দলটিতে যারাই আছেন তারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখলেও কন্ডিশন তাদের অনেকের কাছেই অপরিচিত। যা অজিদের দারুণভাবে ভোগাতে পারে। আর সেই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আগেই জানিয়েছেন, দুই অপেনার নাঈম শেখ ও সৌম্য সরকারকে স্বাধীনভাবে খেলতে দিতে চান তিনি। অর্থাৎ তাদের কাছ থেকে দারুণ একটা শুরু চাইবেন অধিনায়ক। সাকিব আল হাসান তো ব্যাটে-বলে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।

তরুণ ক্রিকেটার নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব কিংবা শামীম পাটোয়ারীরাও অজিদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন। আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতকেও দেখা যেতে পারে। একাদশে পেস বোলিং অ্যাটাকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ পেসার শরিফুল ইসলামকে খেলানো হতে পারে। কিংবা অভিজ্ঞতার বিচারে শরিফুলের জায়গায় তাসকিনকেও দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান/মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button