আন্তর্জাতিককরোনা

অস্ট্রেলিয়ান পণ্যে ৮০% শুল্ক বসালো চীন

করোনা ভাইরাসের উৎপত্তি বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তোলায় অস্ট্রেলিয়ান বার্লি আমদানিতে ৮০ শতাংশের বেশি শুল্ক বসিয়েছে চীন। করোনা নিয়ে তদন্তে সহায়তার ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির কাঁধে এত বিশাল শুল্কের বোঝা চাপালো দেশটি। খবর রয়টার্স।

করোনা সারা বিশ্বে কীভাবে ছড়িয়েছে তা নিয়ে গত মাসে প্রথম নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানায় অস্ট্রেলিয়া। সোমবার জেনেভায় শুরু হওয়া ৭৩তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এ দাবিতে সম্মতি জানায় আরও শতাধিক দেশ।

পরে অনেকটা বৈশ্বিক চাপের মুখেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, এ তদন্তে সমর্থন জানাচ্ছে তার দেশ। তবে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই এই উদ্যোগ নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্টের এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ান বার্লি আমদানিতে ৮০ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button