আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় তুষারধসে নিহত ৬

অস্ট্রিয়ার আল্পসে দুটি পৃথক তুষারধসের ঘটনা ঘটেছে। রবিবার এই দুই তুষারধসে ৬ জন নিহত হয়েছেন।

অস্ট্রিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েকদিন ধরে এই অঞ্চলে প্রবল বাতাস এবং ভারী তুষারপাত হয়েছিল, ফলে তুষারধসের এই ঘটনা ঘটেছে।

অস্ট্রিয়ার এপিএ বার্তা সংস্থা জানিয়েছে, মধ্য অস্ট্রিয়ায় ৫ জন স্নো হাইকার সকাল সাড়ে ৯টার দিকে তুষারধসের কবলে পড়েছিল। সেখানে থাকা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে অবহিত করেছিলেন। হাইকাররা উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই মারা গিয়েছিলেন। নিহত হাইকাররা চেক প্রজাতন্ত্র থেকে এসেছিলেন বলে মনে করা হচ্ছে।

এছাড়া দক্ষিণ-পশ্চিম অস্ট্রিয়ায়, স্নো হাইকিং প্রশিক্ষণ নেয়ার সময় এক পুলিশ অফিসার পৃথক তুষারধসের কবলে পড়ে মারা গিয়েছিলেন। তিনি হিমশীতল বরফের টুকরোতে আঘাত পেয়েছিলেন এবং আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে রাজ্য কর্তৃপক্ষ এপিএকে জানিয়েছে

Related Articles

Leave a Reply

Back to top button