বিনোদনসাহিত্য ও বিনোদন

অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ ‘রেহানা মরিয়ম নূর’

৯৪তম অস্কারের আসরের সংক্ষিপ্ত তালিকা থেক বাদ পড়েছেন আজমেরী হক বাঁধন অভিনীত বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

চলতি বছর ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ বছর বাংলাদেশ থেকে সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারে জমা পড়েছিল।

বুধবার (২২ ডিসেম্বর) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় জমা পড়া ৯২টি দেশের চলচ্চিত্র থেকে বাছাই করে প্রাথমিক ভোটের জন্য ১৫টি সিনেমার তালিকা প্রকাশ করেছে। কিন্তু সেখানে পাওয়া যায়নি ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার নাম।

চলতি বছরের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আন্তর্জাতিক পর্যায়ে ব্যপক সাড়া ফেলানো চলচ্চিত্রটি অস্কারের তালিকায় থাকবে এই প্রত্যাশা ছিলো অনেকের। কিন্তু বুধবার প্রকাশিত তালিকায় পাওয়া যায়নি ছবিটির নাম।

এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে বেশিরভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। সেগুলোর সবই পুরস্কারও জিতেছে। মূল প্রতিযোগিতা বিভাগে যৌথভাবে গ্রাঁ প্রিঁ জয়ী আসগর ফারহাদির ‘অ্যা হিরো’ (ইরান) ও জুহো কুয়োসমানেন পরিচালিত ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’ (ফিনল্যান্ড), সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী রাইয়ুসুকি হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ (জাপান), সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী জোয়াকিম ট্রিয়ার পরিচালিত ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে) অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।

এদিকে, ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের মূল আসর অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button