বিনোদুনিয়া

অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন ঢাকায় আসছেন

ঢাকা লিট ফেস্টের দশম আসরে অংশ নিতে আসছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।

আগামী বছর ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। এ আসরে অতিথি হয়ে আসছেন দেশ-বিদেশের দুই শতাধিক অতিথি। দুই শতাধিক অতিথির মধ্যে টিলডা সুইনটন অন্যতম।

এর আগে, ২০১৭ সালে লিট ফেস্টে ঢাকায় এসেছিলেন ‘মাইকেল ক্লেটন’ এর জন্য অস্কারজয়ী এই অভিনেত্রী।

এদিকে, আসন্ন লিট ফেস্ট ঘিরে আয়োজকরা এরই মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছেন অন্তত ৪৫ জন অতিথির নাম। টিলডা সুইনটন ছাড়াও নোবেল পুরস্কার বিজয়ী লেখক ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহর নাম রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button