বিনোদন

অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ভারতে পরীমণি

গেল সপ্তাহে নানাবাড়ি বরিশাল থেকে ফেরার পথে রাস্তায় ফলের দোকানের ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজনসহ অসুস্থ হয়ে পড়েন নায়িকা পরীমণি। এরপর থেকে ছেলে রাজ্য ও তিনি চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।

ফেসবুকে ১৪ জানুয়ারি এক স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন পরী নিজেই। ওই সময় এই অভিনেত্রী জানিয়েছিলেন, অসুস্থ অন্যরা খানিক সুস্থ হলেও রাজ্যর শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল।
এবার জানা গেল, উন্নত চিকিৎসার জন্য একমাত্র সন্তানকে নিয়ে ভারতে গেছেন পরীমণি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।পরীমণি ও রাজ্যকে বিমান বন্দরে বিদায় জানিয়েছেন তিনি। ফিরে এসে নির্মাতা চয়নিকা ফেসবুকে লেখেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম (রাজ্য) খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই।

 

Related Articles

Leave a Reply

Back to top button