Leadক্রীড়াঙ্গন

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া-ইউরোপের লড়াই আজ

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাসমান সাগরের নিকটে অস্ট্রেলিয়ার অন্যতম মাঠ অ্যাডিলেড ওভালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে কেবল দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। বাকি চার ম্যাচে জিতেছে দলটি।

অপরদিকে ‘এ’ গ্রুপের রানার্সআপ ইংল্যান্ডও কেবল এক ম্যাচেই হেরেছে। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে আরেক ম্যাচে।

সম্ভাব্য একাদশ (ভারত) দলে রয়েছে রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং।

সম্ভাব্য একাদশ (ইংল্যান্ড) দলে রয়েছে জস বাটলার, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, মার্ক উড, আদিল রশিদ।

Related Articles

Leave a Reply

Back to top button