খেলা

অলিম্পিকে থাকছেন না টেনিস তারকা সেরেনা !

মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস সরে গেলেন অলিম্পিক গেমস থেকে। রজার ফেদেরার অলিম্পিকে খেলবেন কি না, তাও নিশ্চিত নয়। তাই অনেকের কাছে এবারের অলিম্পিকের টেনিস প্রতিযোগিতা তারকাহীন ।

কিন্তু কেনো এমন সিদ্ধান্ত নিলেন উইলিয়ামস ! এমন প্রশ্ন সবার মনে উঁকি ঝুঁকি দিলেও, খুব একটা পরিস্কার জবাব মেলেনি এই  টেনিস তারকার কাছ থেকে।

অলিম্পিক

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে সেরেনা বলেছেন, ‘আমি আসলে অলিম্পিকের তালিকায় নেই। তাই এই সম্পর্কে একেবারেই অবগত নই। টোকিও অলিম্পিক থেকে আমার সরে দাঁড়ানোর পিছনে অনেক কারণ রয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই আলোচনা করতে চাই না। পুরো ঘটনার জন্য আমি দুঃখিত।’

অলিম্পিক

সেরেনা আরও বলেন, ‘অলিম্পিকে খেলার ইচ্ছা এখনো আমার রয়েছে। আমি খেলতে চাই। তবে এই মুহূর্তে উইম্বলডনে ফোকাস করতে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button