অর্থ-বাণিজ্য

অর্থমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের বিভিন্ন খাতে জাপান আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, “জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

সোমবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে, সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এসময় বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে জাপান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অগ্র্রগতি তাতে জাপানের সাথে আমাদের একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে গৃহিত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করেন। জাপান বাংলাদেশে আরও অধিক বিনিয়োগে আগ্রহী বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button