জাতীয়রাজকূট

অর্থনীতির সবখানেই জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে টেক্সটাইল সেক্টর, গার্মেন্টস এদেশে স্থাপিত হয়েছে। বাংলাদেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখনই জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং দুর্ভিক্ষ থেকে এদেশের মানুষকে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের মাথার মধ্যে ছিল কোন কোন সেক্টরে কাজ করলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি শিল্প খাতগুলোকে চিহ্নিত করেছিলেন। সেই কারণেই আজকে গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, জনশক্তি কোন দিকে যাবেন? বাংলাদেশের অর্থনীতির যেদিকেই যাবেন সেদিকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে।
সোমবার (২৪ মার্চ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর রমনাস্থ আইইবি সদর দফতর রমনা ঢাকার সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, এ্যাবের সদস্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব।
রিজভী বলেন, জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে এদেশের মানুষকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। বাংলাদেশকে উন্নয়ন করতে হলে জনগণের পক্ষে পলিসি নির্ধারণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাড়াতে হবে এবং কলেজ লেভেলে টেক্সটাইল বিষয়ক শিক্ষার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, মহাদুর্ভিক্ষের সময় জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাবলম্বী করার নীতি গ্রহণ করেন। দেশকে স্বনির্ভর করতে নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী করার নীতি গ্রহণ করলে সেই দেশ কখনই অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায় না। বিএনপি ক্ষমতায় গেলে টেক্সটাইল খাতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান রিজভী।
তিনি জানান, এ বিষয়ে আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যেন ছেলে-মেয়েরা পড়ালেখা করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে রিজভী আরও বলেন, টেক্সটাইল সেক্টর হলো জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি।

Related Articles

Leave a Reply

Back to top button